তুমি আমায় পছন্দ নাও করতে পারো
ভালো নাও বাসতে পারো
কিন্তু আমি তোমায় ভালোবেসে যাব।
দ্যাখো, তুমি হয়তো আমায় ভালোবাসো না
অন্য কাউকে বাসো
কিন্তু আমি তোমায় ছাড়া আর কাউকে বাসতে পারবো না ভালো
তোমাকেই দিয়ে দিয়েছি মন
তাই আর পারবো না তা অন্য কাউকে দিতে
তাতে আমি তোমায় জীবনে পাই বা না পাই।
এমন তো অনেকেই আছে যারা জীবনে যা কিছু চায় সব পায় না
আমি না হয় তাদের দলেই পড়বো।
আমি তোমায় ভালোবাসি বলেই বেঁচে আছি
যদি না বাসতে পারি গো মরে যাব!
তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো
কিন্তু আমি বেঁচে আছি তোমাকে ভালোবেসে।
তুমি পারলে অন্য যাকে ভালবাসো
তার সাথেই ঘর কোরো সংসার বেঁধো
আমি কিন্তু তোমায় না পেয়েও ভালোবেসে যাব।
সেদিনই বন্ধ হবে আমার ভালোবাসা
যেদিন পরলোক থেকে ডাক আসবে চলে যাবার।
—– অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৩/২০২৪
বারুইপুর