পঞ্চত্বপ্রাপ্তি
-

শেয়ার করুন

বাড়িফেরা হলো না আর,
নড়েভোলা হয়ে থেকে যেত হলো একা__  
সৈন্ধবের মত, ভর সন্ধায় এই  অচেনা সৈকতে।
অমাবস্যায় ভীষণ ভয়,
তবুতো ঐ  আসছে অমানীশা__
জোলো হাওয়ার সাথে ধীরে,
পঞ্চ ইন্দ্রিয় মিলে পঞ্চত্বপ্রাপ্তির অপেক্ষায়,
রাত্রিমণির সাথে দেখা হবে কোন অবেলায়!


শেয়ার করুন

মন্তব্য করুন