তুমি আমায় না ভালোবেসে ভালোই করেছ, যদি আমায় ভালোবাসতে তাহলে আমি আমার সম্পূর্ণ হৃদয়টাই তোমায় দিয়ে ভালোবাসতাম। কিন্তু হৃদয় ছাড়া তো কোনো মানুষ বাঁচতে পারে না তাই আমিও বাঁচতে পারতাম না তাই তুমি আমায় না ভালোবেসে ভালোই করেছ।