কোন এক রাতে দেখা হয়েছিল সেই তোমারি সনে
অস্পষ্ট নক্ষত্রের মিটি মিটি হাঁসি ছিল ঐ অসীম গগনে,,
মৃদু সমীরণ এসে দোলা দিয়ে যাচ্ছিল কৃষ্ণচূড়ার ডালে,
স্নিগ্ধ চাঁদের কিরণ আলপনা এঁকে চলে ইছামতির জলে।
দূর থেকে ভেসে আসছিলো….
ভেঁপুর শব্দ,মেলা থেকে ফেরা দামাল ছেলের,,
আর ডিঙি বেয়ে বেয়ে গাওয়া গান অচিন জেলের।
মৃদু স্রোতে ডিঙি বেয়ে চলে মাঝি নদীর ঐ বাঁকে,
ঐ রাত জাগা পাখি গুলি বাঁশ বনে অবিরত ডাকে।
আমি নীরবে সেদিন তাকিয়ে ছিলাম তোমারি পানে,
নব অনুভূতিতে চিত্ত পুলকিত ছিল যেন সেই মধু ক্ষণে।
জানি না এমনি করে কখন যেন ফুরালো সময়,
ভোরের আলোয় দেখি জলে ভাসে একদল বুনো হাঁস,,
একান্তে ভাবি আজ আমি ছিল বুঝি- সেদিন চৈত্রমাস ।।