বন্ধু নামে কলঙ্ক- কবি- জুয়েল ইসলাম
-

শেয়ার করুন

বন্ধু স্বার্থ মনস কলঙ্কহীন

টাকা পয়সা থাকিলে হবে,

পরিপূর্ণ স্বার্থ আপন জন্মদাতা ছেড়ে

তাহা ছাড়া সব বাস্ত নিজ আপন।

 

ভুলেও আপন গঠিত করোনা বন্ধুদের

পাবে তুমি বেশি দুঃখ কেলেস,

অভিজ্ঞতা করেছি নিজ হস্তে

পেয়েছি আপন রবকে, বাকি স্বার্থ হয়তে।

 

নিজেকে নিয়ে মগ্ন থাকে সব

তাহাদের থেকে প্রাণী এত হয়না স্বার্থপর,

বন্ধু বানাও নিজ রবকে

ভরসা খাঁটি হয়লে, রব হবে তোমার সাথে।

 

সময় থাকিতে চিনে নাও তাহাদের

শেষে সাধ্য পাবেনা আফসোস করে,

নিবারণ করছি তোমায় ভরসাহীন হয়োনা ওপরের

নিজ একলা আগমন করেছো যেতে হবে নিজেকে।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন