বই পড়ো
বন্ধু বই পড়ো।
বই পড়লে মন থাকে ভালো।
কত কিছু জানা হয়, বলো?
তাই তো বলি বই পড়ো
বন্ধু তুমি বই পড়ো।
বই পড়ো
বন্ধু বই পড়ো।
বইয়ের মতো ভালো বন্ধু কেউ আছে গো?
অবসর সময়ে বই পড়ো
দেখবে, সময় একটুও বৃথা যাবে না
বরং কত কিছু হয়ে যাবে শেখা।
তাই তো বলি বই পড়ো
বন্ধু তুমি বই পড়ো।
বই পড়ো
বন্ধু বই পড়ো।
যে মানুষ আজ তোমার বন্ধু
সে মানুষ কাল হয়ে যেতে পারে শত্রু।
কিন্তু বই কভু তোমার শত্রু হবে না গো।
সদা মিত্র হয়েই থাকবে, জানো?
তাই তো বলি বই পড়ো
বন্ধু তুমি বই পড়ো।
বই পড়ো
বন্ধু বই পড়ো।
ভালো মানুষ হতে গেলে বই পড়ো।
নিজে বই পড়ো
সবাইকে পড়তে বলো।
বই ভালোবাসে না যে মানুষ
সে মানুষের মধ্যে থাকা অমানুষ।
তাই তো বলি বই পড়ো
বন্ধু তুমি বই পড়ো।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৬/২০২৪