তবু নাম রয়ে যায়
ফেটে পড়া দানবের অভিঘাত,
মূহুর্মূহু ব্রজপাত:
পৃথ্বীর অস্তিত্ব সংকট;
জীবনবাসনায় প্রকট;
আমাদের প্রতিদিন,
দাবী – এক স্বাধীন।
পঙ্খের মত উড়ব পঙ্গপালের স্রোতে,
ঘুড়ির মত ঝাঁপ দেওয়া রাতে,
চাঁদের কাছাকাছি পূর্ণিমা জ্যোৎস্নায়
বাঁচতে চাই নিয়ত বাঁচবার বাসনায়,
আশায়,ভাষায়,ভালবাসায়;
ভেসে যাওয়া পৃথিবীর বুকে।