প্রবৃত্তির অভিমানে উদিত সূর্যের প্রতিদিন, তারাদের আলোজ্বলা আঁধারে ঘুরে চলা জীবনচক্রের প্রেম;নির্মাতা শিব-সুন্দর-পৃথিবীর আরোহিত গতি। ঠেলে চলা প্রাণের আরামে লভিত,রক্ষিত গোপন মন্দ;তুমি, এ কবিতা সাম্যের প্রতি।