শিবের গান
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

 

বড়ো শান্ত আমার বাবা
আমার বাবা ভোলাবাবা,
তিনি ত্রিভুবনের ঈশ্বর
মোদের প্রেমের ঈশ্বর।।

কৈলাস চূড়ায় তিনি থাকেন
ধ্যানে মগ্ন হয়ে,
মোদের মনে তিনি থাকেন
রক্ষাকবচ হয়ে।।

বাবাকে ডাকে যারা
উজাড় করে মন-প্রাণ,
তাদের ডাক শোনেন বাবা
তাদের ইচ্ছা পূর্ণ করেন।।

ভক্তি সহকারে যারা
করে শিবপূজা,
শিব তাদের ভালো রাখেন
সকল বিপদ থেকে বাঁচান।।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/১১/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন