দি কাঁক
- নাশিদ ববি

শেয়ার করুন

 

নাটকের সংলাপ 

 

কাঁক বিদ্যা বা দি কাঁক 

নাটকের চরিত্র গুলো এমন হবে 

লেখিকামধ্য বয়সী 

রুপাই  – আট কি নয় বছরের ছেলে 

কাঁক ১ ( কাঁক চরিত্রের বয়স ও আট কি নয় বছরের , কাঁকের কস্টিউম পরা থাকবে

কাঁক ২ 

কাঁক ৩

কাঁক 4

কাঁক ৫ 

কাঁক ৬ 

কাঁক ৭ 

দার্শনিক কাঁক ( বয়স আট কি নয় , কাঁকের কস্টিউম পরা থাকবে

নাটক শুরু 

( লেখিকা চেয়ারে বসে  বলতে থাকবে

বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত দিন যাচ্ছে বসেছি নাটক লিখতে কি নিয়ে লিখবো সেটাই ভাবছিলাম এমন  একটি বিষয় যা  সকলের উচিত উপলব্ধি করা স্কুল  কমিটিকে দুই দিন পড়ে স্ক্রিপ জমা দিতে হবে স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে এরই মধ্যে সকুল থেকে সকলকে চিঠি দেয়া হয়েছে সামনের শনিবার  হবে নাটক  

(টেবিলে রাখা ক্যালেন্ডারের দিকে নজর যাবে

(লেখিকার সংলাপ

ক্যালেন্ডারে চোখ পড়তেই বুঝলাম ১৫ দিন পড়ে  প্রোগ্রাম হবে আর এই নাটকের গল্প লেখবার মহা দায়িত্ব পড়ল আমার উপর  

অনেক ভেবে চিন্তে বিষয়বস্তু নির্ধারণ করলাম  –  

 

পরিপাটি শহর 

লেখিকাতড়িঘড়ি করে নাটক লিখতে শুরু করতে হবে ইশপের গল্পের চরিত্র থেকে কাঁক নামক চমৎকার পাখি র কথা মনে বলে পড়ল নাটকটির সংলাপ সহজ সরল ভাষায় লিখতে হবে যাতে স্কুলের ছোট বাচ্চারা বলতে পারে  

দৃশ্য ১ 

ভোরের আলো  সবে মাত্র  ফুটতে শুরু করেছে এমন সময় কিছু কাঁক উড়তে উড়তে  ডাস্টবিনের  কাছে এসে হাজির

ছোট্ট  ছেলে  রুপাই  তাদের সকলের ইন্টার্ভিউ  নিতে এসেছে  

( কাঁকেরা হাতে পোস্টার লেখা আছেপরিপাটি শহর চাই , ময়লা আবর্জনা ঠিক  জায়গায় ফেলুন

রুপাই —   তোমাদের সবাইকে শুভসকাল এখন তোমরা সকলে তোমদের নিজেদের পরিচয়  দাও  

তোমাদের কণ উপদেশ থাকলে তাও দিতে পারো  

কথোপকথন  ঃ কাঁকেরা তাদের পরিচয় দিচ্ছে চল শুনি তাদের কথাগুলো  

( কাঁকেরা এক সঙ্গে প্রবাদ গুলো বলতে থাকবে দুইবার করে

  কাঁক নাম্বার ১ 

( কাঁক ১  ডানা নাড়াতে নাড়াতে বলতে থাকবে

কাঁক এসে গাছে  বসল 

শুনি তার সুরেলা   কণ্ঠ 

সঙ্গীতে সে যে এক অনন্য 

কা কা কা দি ক্রো  ! 

সংলাপ  

সকল কাঁক এক সঙ্গে বলবে 

 কা কা কা 

লোভে পাপ ,পাপে মৃত্যু 

লোভে পাপ ,পাপে মৃত্যু 

কাঁক নাম্বার ২   

(কাঁকডানা নাড়াতে নাড়াতে বলতে থাকবে

আমি ক্রো বা কাঁক কিংবা  কারাসু 

ঘ্যাঁৎ   লোকে বলে আমি নাকি নগণ্য 

উঃ বড্ড দুর্গন্ধ 

চারিদিকে ভীষণ  নোংরা স্থুপের ছড়াছড়ি  

নাক ঢেকে পথ চলি 

চোখে যেন কিছুই না দেখি 

উঃ বড্ড বিরক্ত  

সংলাপ  

সকল কাঁক এক সঙ্গে বলবে 

 কা কা কা 

হাতি ঘোড়া গেল তল, মাশা বলে কত জল

হাতি ঘোড়া গেল তল, মাশা বলে কত জল

কাঁক নাম্বার ৩ ঃ 

( কাঁক ৩  ডানা নাড়াতে নাড়াতে বলতে থাকবে

সংলাপ 

দি ক্রো মানে কারাসু 

কি করে বসে থেকে 

খেয়ে  সরে পড়ে চটজলদি 

ময়লা পচা বাসি যেখানে যেমন রাখি 

সেকি কথা এ কেমন  অভদ্রতা 

ভীষণ ইঁচড়ে পাকা তাই বুঝি 

এই করুন অবস্থা

সকল কাক এক সাথে বলে উঠবে 

 কা কা কা 

ঘোমটার ভিতর খেমটার নাচ

ঘোমটার ভিতর খেমটার নাচ

কাঁক নাম্বার ৪  

(

কাঁক ৫   ডানা নাড়াতে নাড়াতে বলতে থাকবে

কি যে বেশভূষা 

একেবারে জঘন্য 

 কালো পালকে মোড়া 

 দি ক্রো বা কারাসু  বুদ্ধিতে ভরপুর 

ভীষণ চতুর বুদ্ধিদীপ্ত 

যেখানে ময়লা সেখানে উড়ে যায় দি কাঁক 

ও নো নো সরে ওয়া কারাসু 

ঠিকই বলেছ তাই শুনে হৃদয় হল পুষ্ট  

সংলাপ  

সকল কাঁক এক সঙ্গে বলবে 

 কা কা কা 

অসারের তর্জন গর্জন সার

অসারের তর্জন গর্জন সার

দার্শনিক ভাবনাবিদ কাঁক  

সত্যি বলছি  কাঁকের বহু গুণ আছে 

ভাবি কি করে  করি তারি যত্ন

কাঁক নাম্বার ৬  

( কাঁক ৬  ডানা নাড়াতে নাড়াতে বলতে থাকবে

ঠেলাঠেলি করে বসে থাকে সব জড় দেহ 

যে  যেমন পাচ্ছে তাই নিয়ে টানাটানি 

ঠোঁটে করে মাংসের  টুকরো গুলো 

Disgusting  

কা কা কা দি ক্রো 

সংলাপ 

সকল কাক এক সঙ্গে বলে উঠবে 

  কা কা কা 

অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি

অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি

কাঁক নাম্বার ৭  

( কাঁক ৭   ডানা নাড়াতে নাড়াতে বলতে থাকবে

সংলাপ 

কা কা কা দি ক্রো 

কেউ  কারো  শোনে না কোন  বাক্য 

যে যার মত করে  কর্মে বিভক্ত 

কালো ঠোঁটে ফোকে বিঁড়ি 

Rabish Rabish stupid stupid 

দুর্গন্ধ দুর্গন্ধ 

সংলাপ 

সকল কাক এক সঙ্গে বলে উঠবে 

 কা কা কা 

অতিভক্তি চোরের লক্ষণ

অতিভক্তি চোরের লক্ষণ

 দার্শনিক ভাবনাবিদ কাঁক  

কাঁক হল সুন্দর পাখি 

কা কা কা দি ক্রো  মানে কারাসু  

( রুপাই একা দাঁড়িয়ে বলবে

পরিসমাপ্তি এভাবেই হবে রুপাই দাঁড়িয়ে বলতে থাকবে  

রুপাই  ঃ উপসংহার বলা যায় 

কোনো কিছুর শেষ অংশ, তার শেষ বা ফলাফল  

তাহলে এখন  কাকেদের কি করা উচিত  

দার্শনিক কাঁকসকল কাঁক এক সাথে  বল 

সকল কাঁক বলতে লাগল 

আমরা সিন্ধান্তে অটল আছি   সকলে তাড়াতাড়ি ময়লা গুলো খেয়ে  পরিবেশকে পরিছন্ন ও পরিপাটি  করতে তৎপর  

একে একে করে ডাস্টবিনের ময়লার কাছে এসে বস  এবং ধীরে ধীরে সব এক সাথে খেতে শুরু করতে লাগল  খাওয়ার শেষ করে সকলে  গান ধরল – 

আমরা কাঁক মানে কারাসু 

আমরা নিখুঁত কর্মী 

আমরা পরিবেশ সুরক্ষা করি এবং পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ  করি  

রুপাই ঃ  তোমরা আমাদের কি  উপদেশ  দেবে ? তাহলে বলতে পারো   

সকল কাঁক এক সঙ্গে বলে উঠলআমরা চাই  সভ্য মনুষ্যজাতি আবর্জনা বা ময়লা গুলোকে  যথাযথ জায়গায় রেখে পরিবেশকে সুন্দর রাখুক  

কা কা কা কা কা  

( একেক করে  কাঁক উড়ে উড়ে চলে যাবে।।

( এখন লেখিকা , রুপাই এবং সকল কাঁক এসে দাঁড়িয়ে এক সাথে বলবে  ) 

 সবাই মিলেমিশে ময়লা ,আবর্জনা ঠিক মত যথাস্থানে রাখি নিজেদের শহর  নিজেরা পরিষ্কার করি  

সমাপ্ত 

 


শেয়ার করুন

মন্তব্য করুন