প্রথম দ্যাখা গোধূলিবেলা-মেলা,
শেষ হয় না পদক্ষেপের খেলা-
সাঁতপাকে বেঁধেছি আমি তোমায়
আমার জীবনডোরে,
ওগো বধূ-আমার জীবনপ্রভাতে।
বধূবেশে লালচেলির সাজ,
সাক্ষী থাক অগ্নিসূর্যের লাজ,
মালাবদলের প্রথম দৃষ্টি হোক-
হোক শুভ প্রতি জীবনক্ষণ,
দুয়ের বাসরলগ্নে।
-কুন্তল শীল,২৪ জানু,২০২৫