প্রকৃতির এক নতুন রূপ
ভীষণ শান্ত – রহস্যময়
অদৃশ্য –অচেনা –অজানা
প্রিয় কুয়াশা ।
মেঘেদের দলে
লুকিয়ে পড়ে সূর্যের আলো
যেন লুকোচুরি খেলায় মেতেছে তারা ,
আলো আর আঁধারের মাঝে সৃষ্টি
কুয়াশার বৃষ্টিধারা
প্রিয় কুয়াশা ।
নিঝুম প্রহর ,শিশির সিক্ত ভেজা ঘাস
এক পলক দেখা সেই চেনা শহর
কল্পনায় ছুঁয়ে গেছি বারে বারে
কত শত ক্লান্ত প্রহর এভাবে কেটে যায়
ভোরে সোনালি আবছায়া অস্পষ্টতা
কতদিন ভেবেছি মনে মনে
উদাত্ত দু’বাহুর আলিঙ্গনে
একটু উষ্ণ একটু ভালোবাসা
প্রিয় কুয়াশা ।
.