আবেগ (Abeg)
- মিহির বর্মন

শেয়ার করুন

হাজার বছর পরে 

যদি ফিরে আসি এই সংসারে 

খুজে নেব সেদিন 

মনেতে বেধেছিলাম যারে ।

সুপ্ত মনের ভাবনা

ডানা মেলল আজ উন্মুক্ত খাতায় 

এ জীবনের অস্ফুট বেদনা

যেন বৃক্ষেরও পাতায়;

কোন মূহূর্তে খসে পরে 

তাই বুঝিতে পারি না

শিরায় শিরায় বহন করে 

রহিতে চায় না।

খুবই মনে পরে স্বপ্নে

সেই কোঁকড়ানো চুল

বক্ষ হৃদয়ে ধরে 

বাধিতে চাইছিলাম ফুল।

কেমনে যায় মোর দিন 

যায় কেমনে রাত 

মিছি মিছি দোষে মরি 

মোর শুন্য ললাট ।

সেই ছিল প্রেম; বিরহে

প্রেমোন্মত্ত হয়ে আমি

সাজিয়েছি নিজেরে ।

আরও কি ফিরবে সেই দিন

সেই হাজার রঙের কথা 

পরলেই মনে মন সিক্ত

আর আবেগের ব্যাথা।


শেয়ার করুন

মন্তব্য করুন