এখনও আমি আমার মতো
- মিহির বর্মন

শেয়ার করুন

এখনও আমি আমার মতো

 

এখনও আমি আমার মতো 

নিজেকে পরিবর্তিত করব কবে ?

জানি না এ জীবন বদলে যাবে যেদিন 

সেদিনের করাঘাতে ।

 

তার ওই দুনিয়ার একটু আলো 

যদি আমার সেই দুনিয়ায় একটু যেত 

তবে সেদিনের করাঘাত মিটিয়ে যেত ।

 

তোমার ওই বসবাস কে না জানে 

শূন্যে থাক বলে তাই

সবাই চেয়ে থাকে শূন্যে  ।

তাই এখনও আমি আমার মতো

নিজেকে পরিবর্তিত করব কবে ?

 

জীবনের সাধ তো অনেক

হতে চাই অনেককিছু 

বিনা কারনে কারন ঘটে 

অকারনে মরি মিছু ।

 

আমার এই জীবন যেন লক্ষহীন জীবন 

তাতে শূন্যেরও স্থান 

তাই অকারনে কারন ঘটিয়ে চাই না মিলন । 

তাই এখনও আমি আমার মতো

নিজেকে পরিবর্তিত করব কবে ?


শেয়ার করুন

মন্তব্য করুন