সূর্য্যি মামা তাপ দিওনা ভিজছে শরীর ঘামে। তাইতো তোমায় চিঠি দিলাম একটা পোড়া খামে। দিনের বেলা আমরা সবাই রোদের তাপে মরি। জল শূণ্য পুকুর …
বিস্তারিত »কবি সোম

কবি ও ছড়াকার সোমনাথ মণ্ডল (২রা জানুয়ারি ১৯৮৮) দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের জয়াতলা গ্রামে এক দরিদ্র চাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটো থেকে লেখালেখি শুরু করেন। স্নাতক হবার পর, কর্মসূত্রে বর্তমানে অমর্ত্য আশ্রমে কর্মরত। ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখা ছাড়াও সোশ্যাল মিডিয়ায়, তিনি "কবি সোম" নামে যথেষ্ট সুপরিচিত।