দীপঙ্কর সাহা (দীপ)

২০০০ খ্রিস্টাব্দের ১১ই ডিসেম্বর অর্থাৎ ২৫ই অগ্রহায়ণ ১৪০৭ বঙ্গাব্দে ভারতের ত্রিপুরা নামক রাজ্যের আগরতলা শহরে আধুনিক যুগের কবি দীপঙ্কর সাহা (দীপ)জন্ম গ্রহণ করেন। পিতা শ্রীমান দিলীপ সাহা, মাতা শ্রীমতি শান্তা সাহা এবং ভ্রাতা ত্রিদ্বীপ ভৌমিক। কবি দীপঙ্কর ছোট থাকতেই ছিলেন খুব শান্ত প্রকৃতির, ঈশ্বর বিশ্বাসী ও খুব মেধাবী। আর্ট, গান ও হস্তশিল্পে তিনি দক্ষ এবং সাথে চলে তাঁর পড়শোনা ও তাঁর কলম। বাবা মার একমাত্র সন্তান হওয়ার ফলে কবির জীবন ছিল খুব যত্নশীল ও প্রায় গৃহবন্দি। প্রথমে মন্টিসরি স্কুলে শুরু হয় তার প্রাক-প্রাথমিক শিক্ষা, তারপর প্রাথমিক শিক্ষা হয় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে পরে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন সখীচরণ বিদ্যানিকেতন থেকে। ২০২২সালে  কলা বিভাগ নিয়ে মহারাজ বীর বিক্রম কলেজ(MBB college)-এ অধ্যায়ন করেন। বর্তমান কালে আগরতলা সরকারি চারু ও কারু কলা কলেজে পড়াশোনা শুরু করেছেন।তারি সাথে গান, নানান হস্তশিল্প কাজের প্রতি তার আগ্রহ ছিল খুবই এবং ছোট থেকেই আগ্রহ ছিল কবিতা, গান লেখার আগ্রহ। যদিও ছোট থাকতে আর্ট,গান হস্তশিল্পের ভীরের মাঝে লেখালেখির প্রতি টান এতোটা ছিল না তবুও কিছু কিছু লেখা লেখেছেন, কিন্তু ২০১৫ খ্রিস্টাব্দ থেকে কবির লেখালেখির উপর অস্বাভাবিক টান সৃষ্টি হয়।সেই টানের স্রোতে কবি লেখে ফেলেন অসংখ্য কবিতা ও গীতিকবিতা। তিনি কাজ করেছেন, নিজের লেখা ইউটিউব চ্যানেল সাথে, কাজ করছেন শব্দদ্বীপ,কালির ছোঁয়া, কৃষ্ণকলি,আবির্ভাব,পত্রিকা বা ম্যাগাজিনের সাথে এবং শেয়ার চাট, ফেইজবুক, StoryMirror, Sefcraft, এপসের সাথে যুক্ত। ২০১১ ও ১২ খ্রিস্টাব্দে All India Art competition এবং 2nd International Drawing Competition-এ দ্বিতীয় ও তৃতীয় হন তাছাড়াও পেয়েছেন অগণিত সার্টিফিকেট ও সন্মান। অনেকেই আবার খুদে কবি দীপঙ্কর সাহা দীপকে শিশু শিল্পী হিসেবে চেনেন। 

মানব জন্ম-দীপঙ্কর সাহা দীপ

জানি না কোন পুণ্য বলে পেয়েছি এই মানব জন্ম। সু-ন্দ-র   অতি   সু-ন্দ-র।।   বিশ্ব ব্রহ্ম সম     মানসিকতা দিয়েছো সকল কিছু বুঝার জন্য     একটি মন …

বিস্তারিত »