মা সুজয় বর্মন মাকে আমি ভালোবাসি আমার সোনা মাকে ,সকল কাজে মধ্যে দিয়েখুঁজি শুধু তাকে।সবাই বলে ঠাকুর বড়ো আমি বলি না ,সবার চেয়ে …
বিস্তারিত »সুজয় বর্মন

2002 সালে কুচবিহার জেলায় এক ছোট্ট গ্রামের জন্ম গ্রহণ করেন । তিনি এক কৃষক পরিবারের ছেলে তার পিতা ধীরেন্দ্র নাথ বর্মন , মাতা রেনুকা বর্মন তিনি খুব অসুস্থ ছিল । কবি খুব কষ্টে দিন কাটতো মাঝে মাঝে যখন যে কাজ পেত তখন সে কাজ করে পড়াশুনা খরচ নিজেই চালিয়েছিলেন । তাঁর বাবা একজন কৃষক ছিলেন, তিনি নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক কারিগরী শিক্ষা বোর্ডের থেকে এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশুনা করেছেন এবং কোচবিহারের এ.বি.এন শীল কলেজে বিজ্ঞান বিভাগের জীববিদ্যা এবং প্রাণীবিদ্যা ও প্রযুক্তি নিয়ে পড়াশুনা করেছিলেন। বিশিষ্ট একজন কবি ও লেখক। তিনি একসময় প্রভাতী, দিন শেষে,পত্রিকায় ছোট ছোট কবিতা লিখেছেন। তার লেখার কয়েকটি কবিতা হলো মা , ফুল , তুমি , আকাশ ছোঁয়া স্বপ্ন আমার , ইত্যাদি।