Badol Dine (বাদল-দিনে)
- কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)

শেয়ার করুন

কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বাদল-দিনে (Badol Dine)


     আদর-গর-গর
     বাদর দর-দর
     এ-তনু ডর-ডর
            কাঁপিছে থর-থর।
     নয়ন ঢল-ঢল
     সজল ছল-ছল,
     কাজল কালো জল
            ঝরে লো ঝরঝর।
  

ব্যাকুল বন-রাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে,
সজনি! মন আজি গুমরে মনে মনে।
       বিদরে হিয়া মম
       বিদেশে প্রিয়তম,
       এ জনু পাখি সম
             বরিষা-জরজর।
  

কাহার ও মেঘোপরি গমন গম-গম?
সখী রে মরি মরি, ভয়ে গা ছম-ছম।
  গগনে ঘন ঘন
  সঘনে শোনো-শোনো
  ঝনন রণরণ –
   সজনি ধরো ধরো।
  

জলদ-দামা বাজে জলদে তালে তালে,
কাজরি-নাচা নাচে ময়ূর ডালে ডালে।
       শ্যামল মুখ স্মরি
       সখিয়া বুক মোরি
       উঠিছে ব্যথা ভরি
             আঁখিয়া ভরভর।


বিজুরি হানে ছুরি চমকি রহি রহি
বিধুরা একা ঝুরি বেদনা কারে কহি।
       সুরভি কেয়া-ফুলে
       এ হৃদি বেয়াকুলে,
       কাঁদিছে দুলে দুলে
             বনানী মর-মর।
  

নদীর কলকল, ঝাউয়ের ঝল-মল,
দামিনী জ্বলজ্বল, কামিনী টল-মল।
       আজি লো বনে বনে
       শুধানু জনে জনে,
       কাঁদিল বায়ুসনে
             তটিনী তরতর।
  

আদুরি দাদুরি লো কহো লো কহো দেখি,
এমন বাদরি লো ডুবিয়া মরিব কি?
       একাকী এলোকেশে,
       কাঁদিব ভালোবেসে,
       মরিব লেখা-শেষে,
             সজনি সরো সরো।

(ছায়ানট কাব্যগ্রন্থ)

বাদল-দিনে (Badol Dine) কবিতাটি ছাড়াও কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) -এর অন্যান্য কবিতা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন