আজকের কবিতাটি কবি নবনীতা দেবসেন (Nabaneeta Dev Sen)-এর লেখা একটি আনন্দের বাংলা কবিতা (Bangla Kobita) বকম্ – বাজি (Bakam-Baji)।
চাও যদি তুবড়ি
চাও চলে ধুবুড়ি
চকোলেট বম্বে
সারা পাড়া কম্পে
হাউ-উই- হাউ-উই
উড়ে যায় সাঁই সুঁই
ঘর্ ঘর্ চরকি—
হয়ে গেল ভোর কি ?
এইবারে ফুলচুরি—
সূর্যের ফুলঝুরি
ব্যাঙবাজী পটকা
ফুস্ দম্ ফটকা।