Bedona Moni (বেদনা-মণি)
- কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)

শেয়ার করুন

কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বেদনা-মণি (Bedona Moni)

একটি শুধু বেদনা মানিক আমার মনের মণিকোঠায়  
     সেই তো আমার বিজন ঘরে দুঃখ রাতের আঁধার টুটায়।

          সেই মানিকের রক্ত-আলো
          ভুলাল মোর মন ভুলাল গো।
     সেই মানিকের করুণ কিরণ আমার বুকে মুখে লুটায়।

আজ   রিক্ত আমি কান্না হাসির দাবি দাওয়ার বাঁধন ছিঁড়ে
ওই   বেদনা-মণির শিখার মায়াই রইল একা জীবন ঘিরে।
          এ কালফণী অনেক খুঁজি
          পেয়েছে ওই একটি পুঁজি গো!
আমার  চোখের জলে ওই মণিদীপ আগুন হাসির ফিনিক ফোটায়।

  (ছায়ানট কাব্যগ্রন্থ)

বেদনা-মণি (Bedona Moni) কবিতাটি ছাড়াও কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) -এর অন্যান্য কবিতা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন