পুতুল পুতুল, গা তুল্ তুল চোখ দুটোতে খুশি--- কোলের কাছে বসে আছে দুধ-সাদা এক পুষি! মিও-মিও করছে পুষি, দেখছে পুতুল রানী গলাতে তার দুলছে কেমন পুঁতির মালাখানি।।