Chhorar Ami Chhorar Tumi (ছড়ার আমি ছড়ার তুমি)
- শক্তি চট্টোপাধ্যায় (Shakti Chattopadhyay)

শেয়ার করুন

কবি শক্তি চট্টোপাধ্যায় (Shakti Chattopadhyay) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ছড়ার আমি ছড়ার তুমি (Chhorar Ami Chhorar Tumi)

ছড়া এক্কে ছড়া, ছড়া দুগুণে দুই
ছড়ার বুকের মদ্দিখানে পান্‌সি পেতে শুই।
ধানের ছড়া গানের ছড়া ছড়ার শতেক ভাই
ছড়ার রাজা রবিন ঠাকুর, আর রাজা মিঠাই।
আরেক রাজা রায় সুকুমার, আছেন তো স্মরণে?
আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে।
ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই
ছড়া তো নয় পালকি, বাপা, ছজন কাহার চাই!
ছড়া নিজেই বইতে পারে কইতে পারে, দুইই–
বাংলা ভাষা মায়ের ভাষা তার তুলোতে শুই।।

ছড়ার আমি ছড়ার তুমি (Chhorar Ami Chhorar Tumi) কবিতাটি ছাড়াও কবি শক্তি চট্টোপাধ্যায় (Shakti Chattopadhyay) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন