চোখে ভাসে-অগ্রদূত
- ননীগোপাল অধিকারী

শেয়ার করুন

|চোখে ভাসে|

আকাশ পানে সুদূর দিগন্তে

এক পাল খেচর উড়ে চলে যায়

তারই ঠিক নীচে

সিঁড়ি বেয়ে নেমে গিয়েছে

একটি চোখের মতো

পর্বতের পাদদেশ।

সারি সারি পাইনের দাঁড়িয়ে থাকাটা

বাড়িয়ে দিয়েছে

প্রকৃতির অপরূপ শোভা

যা চোখের রন্ধে রন্ধে

সারি বেঁধে আছে দাঁড়িয়ে

আর ঐ দূর দেশের

সীমানা নির্দেশ করে।

কত গভীর অতল সমুদ্র তারই মাঝখানে

বয়ে নিয়ে যায়

আমাদের ভবিষ্যৎকে

রাত্রিতে গগনে উঠেছে চাঁদ

চোখের কিনারে উঁকি মারে

পাখিগুলো তার কলঙ্ক

এক দৃঢ় কালোমেঘ যেন

অন্ধকারে মিশেছে

এত বড় জগৎটাকে

সে বয়ে নিয়ে যায় অনায়াসে —

এ সকল দুঃখ কষ্ট যন্ত্রণা আনন্দ

কবিতার মাঝে

কবির  এই ছোট্ট

চোখের মধ্যে ভাসে।

🆖অগ্রদূত


শেয়ার করুন

মন্তব্য করুন