আমরা জানি ১১ই জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর ২০২০ সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম মহামারী কোভিড-19 কে প্রতিরোধ করা, মহিলা ও মেয়েদের সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা।
বিশ্ব জনসংখ্যা দিনে বাস্তবতাকে কেন্দ্র করে আমার করোনা (Korona) বাংলা কবিতা (Bangla Kobita) টি উৎস।
করোনা তোমার একি পরিচয়?
তোমার এতোটুকু দ্বিধা নেই?
করোনা আর ছড়ায়ো না মানবের মাঝে।
দেশে-বিদেশে সব জায়গায় তোমার স্থান।।
তোমার বিনাশ হবেই একদিন।
আমরা দেখব নতুন জগৎ।।
স্থলপথ,জলপথ,দোকানদারি, স্কুল,কলেজ,
অফিস ও আদালত আজ সবকিছুই বন্ধ!
আমরা রয়েছি প্রত্যেকেই গৃহবন্দী।।
আমরা মহামারীতে ভুক্তভোগী।
আমরাই পারি সু-সভ্যতা গড়তে।
আমরাই পারি করোনা মুক্ত দূষণ দূর করতে।।
প্রত্যেকের উচিত বাড়ীতে থাকা।
আসবেই সেই দিন—-
শীঘ্রই করোনা মুক্ত পরিবেশ।।
চিন্তার কোনো ঔষধ নেই।
সুস্থ থাকুন,সবাই ভালো থাকুন।
সবাই বাড়ীতে থাকুন।
বাড়ীর সবাইকে ভালো রাখুন।।