গাছের জন্যে (Gacher Jonye)
- প্রণবকুমার পাল (Pronobkumar Pal)

শেয়ার করুন

কবি প্রণবকুমার পাল (Pronobkumar Pal) -এর লেখা একটি আনন্দের ছড়া (Chora) গাছের জন্যে (Gacher Jonye)। 

বাগানজুড়ে জুঁই চামেলী

টগর জবার গাছ

সকাল থেকে প্রজাপতির

 সবুজ পাতায় নাচ। 

টুপ টুপ টুপ বিষ্টি দিনে

 গাছগুলো সব দলে

রঙিন ফুলের মিষ্টি হাসি

আষাঢ়-শ্রাবণ ভোলে।

পাখির ডাকে বাগান খানা

উদাস হয়েই যায়

দখিন  বাতাস দিনে-রাতে

 সুখের ছোঁয়ায় বায়। 

তবু সোনালী সকাল সাজে সাঁঝে

গাছের পাশে এসে

জল ঢালে রোজ খুশিমনে

গাছকে ভালবেসে। 


শেয়ার করুন

মন্তব্য করুন