ঘর সাজাতে (Ghar Sajate)
- পবিত্র সরকার (Pbitra Sarkar)

শেয়ার করুন

এই দুনিয়ার সকল  ভেজাল

তিনটি জিনিস খাঁটি। 

একটি তো তার সবাই জানে—

‘সোনার পাথর বাটি’। 

আরেকটি ? তা শুধাও যদি

বলব, সেটা কিম্ ? 

আর কিছু নয়, আর কিছু নয়

আস্ত ‘ঘোড়ার ডিম’। 

আরেকটি ? সেই ‘আকাশকুসুম’, 

চাঁদের পাশে ফোটে, 

এইসব খাঁটি জিনিস, বলো, 

খুব বেশি কি জোটে ? 

এমনিতে ভাই কষ্টে আছি, 

চলছে চেয়ে -চিন্তে, 

সোনার দামি পাথর বাটি

পারব না হে কিনতে। 

ছুটব চাঁদে ? বাপরে, শুনি

প্রচুর রকেট -ভাড়া, 

এই জন্মে ওই আকাশকুসুম

আর হবে না পাড়া। 

এই খাঁটি জিনিস তবে

ঘর -সাজাতে কিনব—

বাজার থেকে সস্তা পেলে

আসল ঘোড়ার ডিম্ব। 


শেয়ার করুন

মন্তব্য করুন