Godhuli (গোধূলি)
- মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

শেয়ার করুন

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) গোধূলি (Godhuli)

(১)

              কোথা রে রাখাল-চূড়ামণি?
গোকুলের গাভীকুল,          দেখ,সখি,শোকাকুল,
              না শুনে সে মুরলীর ধ্বনি!
   ধীরে ধীরে গোষ্ঠে সবে পশিছে নীরব,—
   আইল গোধূলি, কোথা রহিল মাধব!

(২)

              আইল লো তিমির যামিনী;
তরুডালে চক্রবাকী         বসিয়া কাঁদে একাকী–
              কাঁদে যথা রাধা বিরহিণী!
   কিন্তু নিশা অবসানে হাসিবে সুন্দরী;
   আর কি পোহাবে কভু মোর বিভাবরী?

(৩)

             ওই দেখ উদিছে গগনে—
জগত-জন-রঞ্জন—                সুধাংশু রজনীধন,
             প্রমদা কুমুদী হাসে প্রফুল্লিত মনে;
   কলঙ্কী শশাঙ্ক, সখি, তোষে লো নয়ন–
   ব্রজ-নিষ্কলঙ্ক-শশী চুরি করে মন।

(৪)

            হে শিশির, নিশার আসার!
তিতিও না ফুলদলে         ব্রজে আজি তব জলে,
            বৃথা ব্যয় উচিত গো হয় না তোমার;
    রাধার নয়ন-বারি ঝরি অবিরল,
    ভিজাইবে আজি ব্রজে—যত ফুলদল!

(৫)

             চন্দনে চর্চ্চিয়া কলেবর,
পরি নানা ফুলসাজ,           লাজের মাথায় বাজ;
            মজায় কামিনী এবে রসিক নাগর;
     তুমি বিনা, এ বিরহ, বিকট মূরতি,
     কারে আজি ব্রজাঙ্গনা দিবে প্রেমারতি?

(৬)

           হে মন্দ মলয় সমীরণ,
সৌরভ ব্যাপারী তুমি,       ত্যজ আজি ব্রজভূমি–
           অগ্নি যথা জ্বলে তথা কি করে চন্দন?
    যাও হে, মোদিত কবলয় পরিমলে,
    জুড়াও সুরতক্লান্ত সীমন্তিনী দলে!

(৭)

          যাও চলি, বায়ু-কুলপতি,
কোকিলার পঞ্চস্বর                 বহ তুমি নিরন্তর–
         ব্রজে আজি কাঁদে যত ব্রজের যুবতী!
    মধু ভণে, ব্রজাঙ্গনে, করো না রোদন,
    পাবে বঁধু—অঙ্গীকারে শ্রীমধুসূদন!

(ব্রজাঙ্গনা কাব্য)

গোধূলি (Godhuli) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন