চলে গরুর গাড়ি
দূরে তরুর সারি,
গাড়োয়ান ‘গুনগুন’ গায়;
চলে পথের পাশে
সাঁঝে আঁধার আসে
গাড়োয়ান জোরসে হাঁকায়।
বড় ধানের বোঝা
নিয়ে চলছে সোজা,
গোরু দুটি কাতর যে ভাই,
তবু থামবে না যে
তারা চলেছে সাঁঝে,
টলছে চরণ দুটি তাই।
যাবে গাঁয়ের ঘরে
আরও খানিক পরে,
তখন অনেক হবে রাত—
চুকে সকল যাবে,
গোরু বিরাম পাবে
গাড়োয়ান খাবে
নুনভাত।