ঝিনুক মালা চিকন দুল
খোপায় গোঁজা টগর ফুল
নূপুর পায়ে ঝুমুর ঝুম
উদাস চোখে চাঁদের চুম।
ঝিনুক মালা গলায় হার
ওড়না গায়ে জরির পাড়
চুমকি গাঁথা ঘাগড়া পরে।
নিঝুম রাতে পানসি চড়ে।
ঝিনুক মালা গোধুল সাঁঝে
বেরিয়ে পড়ে পক্ষীরাজে
সাগরপারে সবুজ দেশে
একলা একা উড়াল কেশে।
ঝিনুকমালা একলা একা
মেঘবালিকার সঙ্গে দেখা
বাঁধলো হাতে প্রীতির রাখী
শিউলি ঝরে শিশির মাখি।
ঝিনুকমালা ঝুমকোলতা
হাসানুহানা বিনুরকথা
পড়লো মনে ফিরতে থাকে।
ঘুম ভাঙলো পাখির ডাকে।।