Kak O Shrigali (কাক ও শৃগালী)
- মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

শেয়ার করুন

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) কাক ও শৃগালী (Kak O Shrigali)

একটি সন্দেশ চুরি করি,
উড়িয়া বসিলা বৃক্ষোপরি,
              কাক, হৃষ্ট-মনে;
    সুখাদ্যের বাস পেয়ে,
    আইল শৃগালী ধেয়ে,
দেখি কাকে কহে দুষ্টা মধুর বচনে;—
   “অপরূপ রূপ তব, মরি!
    তুমি কি গো ব্রজের শ্রীহরি,—
গোপিনীর মনোবাঞ্ছা?—কহ গুণমণি!

     হে নব নীরদ-কান্তি,
     ঘুচাও দাসীর ভ্রান্তি,
যুড়াও এ কান দুটি করি বেণু-ধ্বনি!
     পুণ্যবতী গোপ-বধূ অতি।
     তেঁই তারে দিলা বিধি,
     তব সম রূপ-নিধি,—
মোহ হে মদনে তুমি; কি ছার যুবতী?
গাও গীত, গাও, সখে করি এ মিনতি!
    কুড়াইয়া কুসুম-রতনে,
    গাঁথি মালা সুচারু গাঁথনে,

কাক ও শৃগালী (Kak O Shrigali) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন