অভাবের আলপনা দিয়ে ভুলেছিল সব মনরোগ।
ভালোবাসা ছুঁয়েছিল যবে,করেছিল খুব উপভোগ।।
একবারই আকাশেতে তার পড়েছিল এ নীরব চোখ।
তারপরই ধূ ধূ মরুভূমি, বন্ধ সব যোগাযোগ।।
নিশিদিন তপসিনী বেশ, হারিয়েছে সব কাম, ভোগ।
মনে আজ নেই চলাচল, মিটে গেছে সব অভিযোগ।।
কবিতার কল্পনা দিয়ে, মিলবে না যোগ আর বিয়োগ।
মন জুড়ে পড়েছে যে তালা, আপাতত বন্ধ নিয়োগ।।
©Rizia