Prastabona (প্রস্তাবনা)
- মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt)

শেয়ার করুন

কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) প্রস্তাবনা (Prastabona)

রাগিণী খাম্বাজ,তাল মধ্যমান
মরি হায়,কোথা সে সুখের সময়,
সে সময় দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়!
               শুন গো ভারতভূতি,
               কত নিদ্রা যাবে তুমি,
        আর নিদ্রা উচিত না হয়।
               উঠ ত্যজ ঘুম ঘোর,
               হইল,হইল ভোর,
        দিনকর প্রাচীতে উদয়।
                              কোথায় বাল্মীকি,ব্যাস,
                              কোথা তব কালিদাস,
        কোথা ভবভূতি মহোদয়।
                              অলীক কুনাট্য রঙ্গে,
                              মজে লোক রাঢ়ে বঙ্গে,
        নিরখিয়া প্রাণে নাহি সয়।
                              সুধারস অনাদরে,
                              বিষবারি পান করে,
        তাহে হয় তনু মনঃ ক্ষয়।
                              মধু বলে জাগ মা গো,
                              বিভু স্থানে এই মাগ,
        সুরসে প্রবৃত্ত হউক তব তনয় নিচয়।।

প্রস্তাবনা (Prastabona) কবিতাটি ছাড়াও কবি মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutt) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন