Soja Khotha (সোজা কথা)
- জয় গোস্বামী (Joy Goswami)

শেয়ার করুন

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) সোজা কথা (Soja Khotha)

গুলি লেগে পড়ে গেল
তুলে ধরতে যাচ্ছে তার বউ
বন্দুক উঁচিয়ে ধরো
বলো— ‘না, তুলবি না—’
বলো— ‘যা সরে যা বলছি—’ তাও
যদি না শোনে তাহলে
স্বামীর সাহায্যকারী হাতদুটোয়
সোজা গুলি করো । যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার
যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও
যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে
তার সামনে তার শিশুটিকে দু’পা ধরে
দুই দিকে টানো, টানো,
যতক্ষণ না সোজাসুজি ছিঁড়ে যাচ্ছে টানো!
একে বলে সোজা কথা
এরই নাম ক্ষমতা দেখানো!

সোজা কথা (Soja Khotha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন