Sutorang (সুতরাং)
- সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya)

শেয়ার করুন

কবি সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) সুতরাং (Sutorang)

এত দিন ছিল বাঁধা সড়ক,
আজ চোখে দেখি শুধু নরক!
           এত আঘাত কি সইবে,
                     যদি না বাঁচি দৈবে?
                                 চারি পাশে লেগে গেছে মড়ক!

বহুদিনকার উপার্জন,
আজ দিতে হবে বিসর্জন।
            নিষ্ফল যদি পন্থা;
                       সুতরাং ছেঁড়া কন্থা
                                 মনে হয় শ্রেয় বর্জন।।

(পূর্বাভাস কাব্যগ্রন্থ)

সুতরাং (Sutorang) কবিতাটি ছাড়াও কবি সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya)-এর অন্যান্য কবিতা,গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন