কবি প্রণবকুমার পাল –এর একটি মজার বাংলা কবিতা (Bangla Kobita) টক -ঝাল- মিষ্টি (Tak-Jhal-Misti)।
তেঁতুলের নাম শুনে
জিভে আসে জল
ঝাল খেলে মুখ লাল
চোখ ছল ছল।
ভালো লাগে খাও যদি
রসে ভরা মিষ্টি
আরো ভালো ঝমঝম
নামে যদি বৃষ্টি।
কুল খেলে টক লাগে
চমকায় পিলে
ভয়ে সব কোলাব্যাঙ
ঝাঁপ দেয় ঝিলে।