Tritiyojon (তৃতীয়জন)
- জয় গোস্বামী (Joy Goswami)

শেয়ার করুন

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) তৃতীয়জন (Tritiyojon)

ডোন্ট গেট হার্ট।
আই অ্যাম ইন এ রিলেশনশিপ।

খুব শান্ত,নির্বিকারভাবে
বলল এই কথা।

বঁড়শি ততদিনে গেঁথে গেছে
আমূল আমার টাকরায়

ভুলব,ভুলে যাব,ভুলতে হবেই আমাকে–এই কথা
ভেবে-ভেবে প্রাণপণ সাঁতরে চলেছি নদীজলে

ছাড়াতে পারছি না মাগো ছাড়াতে পারছি না
হুইলের সুতো ঠিক তাড়া করে আসছেই পিছনে

আটবছর চিনি তাকে।সে-ও
খুব শান্ত নির্বিকারভাবে
শক্ত হাতে ধরে আছে ছিপ…

তৃতীয়জন (Tritiyojon) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন