Vangaghot (ভাঙা ঘট)
- জয় গোস্বামী (Joy Goswami)

শেয়ার করুন

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) ভাঙা ঘট (Vangaghot)

মন পুড়ে খাক হলে কি থাকে? অঙ্গার

মন পুড়ে খাক,শুধু অঙ্গার অঙ্গার
তুমি সেই আঙরাটুকু তুলে নাও
চিতা থেকে মাটির সরায়
ঠেলে দাও নদীর জোয়ারে

প্রেমের শান্তির ঘট
লাঠির আঘাতে চূর্ণ করে
চলে আসো পিছনে না-দেখে

ভাঙা ঘট থেকে জল গড়ায় গড়ায় এঁকেবেঁকে
প্রেমের শ্মশানে

ভাঙা ঘট (Vangaghot) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন