অন্ধকারে
- ভাস্কর পাল

শেয়ার করুন

অন্ধকারে

 

যখন নেভে সূর্য বাতি

আঁধার নামে এ ধরাতলে-

নিশি রাতের সূর্যি হয়ে

চন্দ্র ফোটে আকাশ মাঝে।

 

নয়ন জোড়া বন্ধ করলে

আঁধার নামে সবার চোখে

চক্ষুহীনদের চিরকালই-

অন্ধকার জীবন মাঝে।

 

আঁধার আবার ভিন্ন স্বাদেও

নেমে আসে জীবন মাঝে-

একলা ঘরের একলা আকাশে

আঁধার কেউ উপভোগ করে।

 

আবার কেউ অন্ধকারকে

নিজের কাছের সঙ্গী করে-

অন্ধকারেই মুছে ফেলে

স্মৃতি চিহ্ন দূর করে।


শেয়ার করুন

মন্তব্য করুন