আজকের কবিতাটি কবি সলিল মিত্র -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা আঁকবো আমি।
পাখি পাখি পাখি---
একটুখানি বোস্ না রে তুই,
তোর ছবিটা আঁকি!
তুল্ তুলে ঐ শরীর খানা
পালক দিয়ে ঢাকা---
তেলচে নরম ঐ পালকে
সোনার আলো মাখা!
কাজল-কালো চোখ দু'টি, আর
লালচে মতন পা---
নড়িসনেকো, একটু দাঁড়া
আসছে রে তোর মা!
মা এসে যেই বসবে কাছে
একটা তুলির টানে
সেই ছবিটাই আঁকবো আমি
তক্ষুনি এইখানে।।