আমার মাথায় শুধু আকাশ ভেঙে পড়ে,
তবু দুর্যোগ ভেঙে পড়ে না।
আমি শুধু বজ্রপাতের আগুন দেখি এ দুই চোখে,
তবু জোৎস্নার আলো দেখি না।
আমার কানে আসে শুধু সাগরের উত্তাল গর্জন,
তবু ঝড়ের তুফানি শব্দ কানে আসে না।
আমি শুধু মাটি ফেটে ফুটিফাটা হতে দেখি এ দুই চোখে,
তবু আমার হৃদয়ে ফাটল ধরে না।
শুধু লোহাকেই চুম্বক কাছে ডাকে,
তবু আমাকে এমন ভাবে কেউ কাছে ডাকে না।
চাঁদ পৃথিবীকে জন্ম জন্মান্তর ধরে ভালোবাসে,
তবু কেউ পাগল হয়েও আমায় এমন করে ভালোবাসে না।
সূর্যকেও কখনো কখনো কেউ গ্ৰাস করে
তবু আমাকে ভালোবেসে কেউ গ্ৰাস করে না।