আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো উদার হতে চাই।
আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো বিশাল হতে চাই।
আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো পৃথিবীকে আমার কোলে রাখতে চাই।
আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো সূর্যকে আমার বুকে আর বাকি গ্ৰহ উপগ্ৰহগুলিকে আমার সারা দেহে ছড়িয়ে রাখতে চাই।
আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো অগণিত তারার আবাসস্থল হতে চাই।
আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো শত শত রঙে সেজে থাকতে চাই।
আমি আকাশ হতে চাই,
আমি ওর মতো আমায় যিনি সৃষ্টি করলেন তাঁকে আমার মাথায় রাখতে চাই।