আমি তোমার কাছের কেউ নই
আমি তোমার দূরের কেউ।
আমি তোমার স্বপ্নে আসি না
আমি তোমার দুঃস্বপ্নে আসি।
আমি তোমার স্মৃতিতে নেই
আমি তোমার বিস্মৃতিতে আছি।
আমি তোমার পছন্দের লক্ষ্মীপেঁচা নই
আমি তোমার অপছন্দের রাতের আঁধারে ডাকা কালপেঁচা।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/৩/২০২৪