আর ভালোবাসার সময় থাকবে না
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তুমি আমায় ভালো নাই বাসতে পারো 

কিন্তু আমি তো তোমায় ভালোবাসি ।

তুমি আমায় পছন্দ নাই করতে পারো 

কিন্তু আমি তো তোমায় পছন্দ করি।

তুমি আমায় কেনই বা ভালবাসবে বা পছন্দ করবে?

হয়তো যে যে গুণ আমার মধ্যে থাকা দরকার

যেগুলি বিচার করে তুমি আমায় ভালবাসবে 

হয়তো সে সব গুন আমার মধ্যে কিছুই নেই।

কিন্তু আমায় দ্যাখো, আমি কিন্তু এসব চিন্তাতেও আনি নি—-

কী রূপ কী গুণ, কী হবে ওসব নিয়ে মাতামাতি করে?

দু’দিনের জন্য তো পৃথিবীতে আসা 

তার মধ্যে এত কিছু বাদ-বিচার করতে গেলে তো সময়ই ফুরিয়ে যাবে

তখন তো আর ভালোবাসার সময় থাকবে না।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৯/৩/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন