ইচ্ছে ডোঙা
- সুখেন্দু মজুমদার

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি সুখেন্দু মজুমদার -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা ইচ্ছে ডোঙা

ইচ্ছে আমার এই এখুনি আকাশটা দিই এঁকে
যেই না দেখা, ঝগড়া শুরু ঘুরতে যাবে কে কে
আকাশ জুড়ে ভাসছে তখন সাদা মেঘের ঝাঁক
ঘুরতে যাবে কোন পাড়াতে? যেখানে যাক। 

উড়তে উড়তে মেঘ চলেছে সঙ্গে মেঘের ছানা
চোখ কটমট করছে কারা, কিসের এত মানা
এই নিয়েছি রঙের তুলি যেই করেছি কালো
অমনি আকাশ চেঁচিয়ে বলে, ঢালো এবার ঢালো।

দেখতে তখন যদি---
একটা দু'টো তিনটে পাড়া সাজলো কেমন নদি
ঠিক তখুনি রঙ তুলিতে দিলাম ডোঙা এঁকে
ইচ্ছে আমার সাগর ছুঁতে চলল এঁকে বেঁকে। 

জানলা দুটো খোলা---
এই দেখোনা কেমন আমার ডোঙাতে পাল তোলা
ভাবছ বুঝি পুঁচকে ছেলে, পড়ছি না হয় টুতে
ছুটছে আমার ইচ্ছে ডোঙা পারবে কি কেউ ছুঁতে। 

শেয়ার করুন

মন্তব্য করুন