ইনাম
- সুখেন্দু মজুমদার

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি সুখেন্দু মজুমদার -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা ইনাম

এই ছুঁয়েছি পাহাড়চুড়ো
এই ডিঙোলাম আবার, 
যোগবিয়োগে ভুল করে রোজ
খাচ্ছি বকা বাবার। 

খেলার মাঠে মেডেল বাঁধা
লাফাই মিটার আড়াই, 
ছবি আঁকায় মন বসে না
ও পথ কি আর মাড়াই। 

শিস শুনে ঠিক বলতে পারি
কোন পাখিটার কি নাম, 
পড়তে বসে ঘুমোই যখন
কানমলা তার ইনাম।

শেয়ার করুন

মন্তব্য করুন