ইষ্টিকুটুম ( Istikutum )- উত্থানপদ বিজলী ( Utthanpad Bijali)
-

শেয়ার করুন

কবি উত্থানপদ বিজলী ( Utthanpad Bijali) -এর একটি ভালোবাসার  বাংলা কবিতা (Bangla Kobita) ইষ্টিকুটুম ( Istikutum )।              

                       ইষ্টিকুটুম মিষ্টিকুটুম তোমার ঘরের চারপাশে

পশু পাখি গাছপালা আর হরেক রঙিন ফুল হাসে

বইছে নদী তরতরিয়ে সবুজ মাঠের মাঝ দিয়ে

উপুড় আকাশ দেখছে চেয়ে 

বুকের ভেতর মেঘ নিয়ে

এদিক পাহাড়, ওদিক আছে গহন গাছের অরণ্য

ওরা সবাই প্রতিবেশী কেহই নই তো নগন্য! 

                      ইষ্টিকুটুম মিষ্টিকুটুম আমরা তোমার পরিবেশ

মিলে মিশে থাকব সবাই যেমন আছি 

এই তো বেশ। 

মারবে কেন পশুপাখি, কাটবে কেন বৃথাই গাছ! 

নদীর জলে বিষ মেশালে

 কেমন করে বাঁচবে মাছ? 

এই যে বাতাস আছে ঘিরে 

তোমার আমার চারপাশে

ধোঁয়ার বিষে দিচ্ছ ভ’রে? 

আর কখনও চাঁদ হাসে? 

                          ইষ্টিকুটুম মিষ্টিকুটুম এই তো সবাই বেশ আছি

থাকনা সুখে পোকামাকড় থাকনা মশা আর মাছি

বাঘের বনে বাঘ থাকুক না, হাঙর তিমি সাগরে

বিবেচকের বিবেক নিয়ে সবাই এবার জাগো রে। 

ইষ্টিকুটুম মিষ্টিকুটুম ভালবাসায় কে নিঃস্ব। 

বাঁচবে তুমি বাঁচব আমি বাঁচবে সাধের এ বিশ্ব। 


শেয়ার করুন

মন্তব্য করুন