উদাস মেঘ রঞ্জনী~সন্তোষকুমার মাজী
-

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি সন্তোষকুমার মাজী -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা উদাস মেঘ রঞ্জনী

মধুর আকাশ মধুর বাতাস
মধুর মুখর গান। 
শিউলী ফোটা শরৎ-আলোয়
উঠছে ভরে প্রাণ।। 

নীল আকাশে মেঘের কুচি
উধাও মনের ছায়া। 
দেবী-বরণ আলোয় মাতে
ভুবন-ভরা মায়া।। 

সবুজ ঘাসে ছড়ায় শিশির
বাতাস বাজায় খঞ্জনী।
আগমনীর গানের ভাষায়
উদাস মেঘ-রঞ্জনী।। 

শেয়ার করুন

মন্তব্য করুন