অর্জুন আর সাগ্নিক দুই ভাই
পা টলমল, আজ সব রাস্তাগুলো ফাঁকা।
দুচোখ ছোটো,দুপুরের রোদে ঝিমঝিম করে মাথা;
এন টেন নাকি চাকা?
কখন খেলাম বাদামি তরল! কিভাবে এলাম সোনাগাছিতে?
বিকেলের সোনালী আভা আজ কেমন যেনো ফিকে
ঠোঁটে সিগারেট, কাঁপা কাঁপা হাত..
হ্যা নীলকমল, নীলকমল যেনো কোন দিকে?
বেশ্যার সাথে উদ্দাম নাচ, রঙিন আলোয় ঝলমলে ঘর,
জীবনের সব রাস্তা গুলো বাঁকা;
আধপোড়া জয়েন্ট, ইউফোরিয়া, বোতল আসুক আরো একবার
পকেটে বোঝাই সাট্টায় জেতা টাকা।
সি আর এভিনিউ, এলোমেলো পথ, ভোরের আজান…..
অর্জুন আর সাগ্নিক দুই ভাই
পা টলমল,আজ সব রাস্তাগুলো ফাঁকা।।