একদিন আমি আর থাকব না পৃথিবীতে
কিন্তু সেদিন আমার নাম থাকবে মানুষের মনে।
একদিন আর বলব না কথা আমি
কিন্তু সেদিন আমার কবিতাগুলোই বলবে কেমন ছিলাম আমি।
একদিন আমি চলে যাব পৃথিবী থেকে
কিন্তু সেদিন আমার কবিতাগুলো থাকবে পৃথিবীতে প’ড়ে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/২/২০২৪