একাকিত্ব
-

শেয়ার করুন

জনসমুদ্রের একাকিত্ব করছে মোরে গ্রাস,

হাজার লোকের ভিড়ে একা মোর বাস।

ছুটছে দুনিয়া,আত্মীয় পরিজন ইন্টারনেটের গতিতে,

পিছনে ফিরে হঠাৎ দেখি নেই মোর প্রিয়জন।

কি হবে তবে এত অর্থ এত অহং?

সবকিছু কে পিছনে ফেলে,

চলে যেতে হবে এক না জানার দেশে…

সঙ্গী একাকিত্ব…

ধন – সম্পদ যত পার্থিব বস্তু নিমেষেই অর্থহীন।

সংগ্রহ শুধু থেকে যাবে কুড়িয়ে পাওয়া মনুষ্যত্বের বন্ধন।

 

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন